দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ৩শ গ্রাম গাঁজাসহ জাহাঙ্গীর (২৫) নামের এক গাঁজাব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গতকাল শুক্রবার বেলা ১২টার দিকে গোপন সংবাদ পেয়ে ডিবির এসআই ইব্রাহিম আলী ও এসআই খালিদ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার লোকনাথপুর মাহিন হ্যাচারির সামনে থেকে জাহাঙ্গীরকে গ্রেফতার করেন। তার কাছে থাকা বাজার করা ব্যাগ তল্লাশি করে ৩শ গ্রাম গাঁজা উদ্ধার হয়। এ ঘটনায় এসআই ইব্রাহিম বাদী হয়ে মাদক আইনে দামুড়হুদা থানায় মামলা করেছেন। আটক জাহাঙ্গীর উপজেলার নাস্তিপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।