স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌরসভার ৩নং ওয়ার্ড যুবলীগের নব গঠিত কমিটির নেতৃবৃন্দ গতকাল শুক্রবার পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন ও জেলা যুবলীগ আহ্বায়ক আরেফিন আলম রঞ্জুর সাথে পৃথকভাবে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩নং ওয়ার্ড যুবলীগের নব গঠিত কমিটির সভাপতি সুবেরী হাসান রাতুল ও সাধারণ সম্পাদক আরিফিন ইসলামের নেতৃত্বে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ ফুল নিয়ে পৌর মেয়র আওয়ামী লীগ নেতা রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এ সময় মেয়রকে ফুল দিয়ে অভিনন্দিত করে নতুন কমিটি। এ সময় উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড কমিটির সাংগঠনিক সম্পাদক রায়হান মাহমুদ, ২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সায়েম আহম্মেদ রাজু, যু্বলীগ নেতা সালাউদ্দীন খান শান্তি, গালিব আজম ওয়ারা প্রমুখ। এছাড়া নবগঠিত কমিটি গতকালই জেলা যুবলীগ আহ্বায়ক আরেফিন আলম রঞ্জু, যুগ্মআহ্বায়ক আসাদুজ্জামান কবিরের সাথেও সৌজন্য সাক্ষাতে মিলিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সদস্য শামীম আহম্মেদ সুমন, গালিব আজম ওয়ারা, ফয়সাল নোমান প্রমুখ। এছাড়াও ১নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক রায়হান মাহমুদ, ২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সায়েম আহম্মেদ রাজু প্রমুখ। ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর সময় জেলা যুবলীগ আহ্বায়ক নবনির্বাচিত কমিটির সকলকে নিষ্ঠার সাথে সাংগঠনিক দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, সাংগঠনিক কর্মকাণ্ডের পাশাপাশি বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করতে হবে। জনগণের সেবায় নিজেদের নিয়োজিত রাখতে হবে।