চুয়াডাঙ্গার যুগিরহুদা নতুনপাড়ায় ডাকাতি : নগদ টাকাসহ মালামল লুট

 

সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার যুগিরহুদা নতুনপাড়ায় ডাকাতি সংঘটিত হয়েছে। গত বৃহস্পতিবার রাত ৩টার দিকে ডাকাতদল বাড়িতে ঢুকে নগদ ১৬ হাজার ৫শ টাকাসহ সোনার ১টি চিক, ১টি চেন ও ৪টি মোবাইল লুট করে নিয়ে গেছে।

জানা গেছে, গত বৃহস্পতিবার ৩টার দিকে চুয়াডাঙ্গা সদরের শঙ্করচন্দ্র ইউনিয়নের যুগিরহুদা নতুনপাড়ার কাতব আলীর বাড়িতে ১০/১২ জনের একদল ডাকাত প্রবেশ করে। ডাকাতদল অস্ত্রের মুখে বাড়ির গৃহকর্তাকে বেঁধে রেখে বাড়ির লোকজনকে জিম্মি করে নগদ ১৬ হাজার ৫শ টাকা, ১টি সোনার চিক, ২টি চেন ও ৪টি মোবাইলফোন লুট করে। সংবাদ পেয়ে সরোজগঞ্জ ক্যাম্প ইনচার্জ এসআই সেকেন্দার আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর বোয়ালিয়া পশ্চিমপাড়ার ফারুক হোসেনের বাড়িতে ভোররাতে ডাকাতি সংঘটিত হয়। ঈদকে সামনে রেখে ডাকাতি বেড়ে যাওয়া আতঙ্কে রয়েছে এলাকাবাসী।