মাথাভাঙ্গা মনিটর: রং দে বাসন্তী খ্যাত অভিনেতা কুনাল কাপুর আর অমিতাভ বচ্চন কন্যা ন্যায়না বচ্চনের বিয়ের তারিখ চূড়ান্ত হতে যাচ্ছে। তবে এ প্রসঙ্গে ন্যায়নার স্রেফ বলেন, আমি কোনো মিডিয়াপার্সন নয়। আমার ব্যক্তিজীবন নিয়ে কথা বলবো না। আমাদের পারিবারিকভাবেই বিয়ে হচ্ছে। হ্যাঁ, কুনালকে আমি ভালোবাসি। ভালোবেসেই বিয়ে করছি।