মোদীর বিরুদ্ধে সমন জারি

 

মাথাভাঙ্গা মনিটর: গুজরাট দাঙ্গা সম্পর্কিত একটি মামলায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সমন জারি করেছেন আমেরিকার একটি আদালত৷ নিউইয়র্কের ইউএস ফেডারেল কোর্ট এ সমন জারি করে। জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে শুক্রবার নিউইয়র্ক পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী। নিউইয়র্ক মানবাধিকার প্রতিষ্ঠান আমেরিকান জাস্টিস সেন্টার এ মামলা দায়ের করে। গুজরাট দাঙ্গায় বেঁচে যাওয়া দু ব্যক্তির পক্ষে মামলাটি পরিচালনা করছে এ সংস্থা। ২০০২ সালে মুখ্যমন্ত্রী থাকাকালে গুজরাট দাঙ্গায় মোদির ভূমিকা ছিলো বলে অভিযোগ রয়েছে। আমেরিকার আদালতে এ অভিযোগের জন্য তার বিরুদ্ধে এ সমন জারি করেছে। সমনে বলা হয়েছে, নির্দিষ্ট সময়ে জবাব দিতে ব্যর্থ হলে মোদিকে ছাড়াই বিচারকাজ শুরু হবে। মামলার একজন আইনজীবী জানান, সমন পাওয়ার ২১ দিনের মধ্যে মোদিকে জবাব দিতে হবে। ৯ বছরের মার্কিন ভিসা নিষেধাজ্ঞা শেষে জাতিসংঘের ৬৯তম সাধারণ অধিবেশনে যোগদান এবং প্রেসিডেন্ট বারাক ওবামার সাথে বৈঠকের লক্ষ্যে গতকাল শুক্রবার পাঁচদিনের সফরে আমেরিকায় পৌঁছেছেন।