যুক্তরাষ্ট্রে বাংলাদেশি টিভি চ্যানেল চালু

 

মাথাভাঙ্গা মনিটর: যুক্তরাষ্ট্রে সূচিত হলো বাংলাদেশি প্রবাসীদের সাফল্যের আরেকটি মাইলফলক। তাদের উদ্যোগে সেখানে যাত্রা শুরু করেছে প্রথম বাংলা ইলেকট্রনিক মাধ্যম টাইম টেলিভিশন। গত বৃহস্পতিবার প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে টেলিভিশন স্টেশনের উদ্বোধন করেন নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস। বিশেষ অতিথি ছিলেন দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক টেলিভিশন ব্যক্তিত্ব মতিউর রহমান চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, আজ বাংলাদেশে মিডিয়া ও বিচার বিভাগ নিয়ন্ত্রণ করা হচ্ছে। পৃথিবীর ভিন্নমত প্রকাশের সুযোগ ছাড়া সমাজব্যবস্থা এগোতে পারে না। তিনি বলেন, কটুক্তি করার জন্য যদি কারও ৭ বছরের জেল হতে পারে তাহলে মত প্রকাশের সুযোগ কতোটা থাকছে আমাদের ভাবতে হবে। মতিউর রহমান চৌধুরী বলেন, টাইম টেলিভিশন নিউইয়র্কে ইতিহাস সৃষ্টি করতে পারবে বলে আমি বিশ্বাস করি। বাংলাদেশে টেলিভিশন টকশোগুলো এখন দলীয় ব্যানার হয়ে গেছে। অথচ টকশো হওয়া উচিত বিবেকের কন্ঠস্বর।