স্টাফ রিপোর্টার: ডাকাতির মালামালের ভাগ নিয়ে দ্বন্দ্ব আর পরকীয়ার জেরে ডাকাত দলের সদস্যদের নিজেদের কোন্দলেই দক্ষিণ কেরানীগঞ্জে এক পরিবারের চার সদস্যকে হত্যা করা হয় বলে পুলিশের ধারণা। ওই ঘটনায় জড়িত সন্দেহে তিন নারীসহ সাতজনকে গ্রেফতারের পর শুক্রবার পুলিশের গণমাধ্যম কার্যালয়ে এক ব্রিফিংয়ে ঢাকা জেলার পুলিশ সুপার হাবিবুর রহমান এ কাথা জানান। তিনি বলেন, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ ডাকাতদলের সদস্য। নিহত সাজুও সেই দলে ছিলেন। নবাবগঞ্জে একটি বাসায় তারা একইসাথে ডাকাতি করেছিলেন। মূলত লুট করা সম্পদের ভাগ-বাটোয়ারা নিয়েই এ হত্যাকাণ্ড ঘটেছে। বুধবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জের কদমপুর এলাকার ছয়তলা একটি ভবনের দ্বিতীয় তলা থেকে একই পরিবারের চারজনের হাত-পা চোখ বাঁধা লাশ পাওয়া যায়। নিহতরা হলেন- সাজু আহমেদ (৩৫), তার স্ত্রী রাজিয়া বেগম (২৬), তাদের ছেলে ইমরান (৫) ও মেয়ে সানজিদা (৩)। তাদের বাড়ি পঞ্চগড়ের দেবীগঞ্জের টেপ্রিগঞ্জ ইউনিয়নের গাজকাটি গ্রামে।