গাংনী প্রতিনিধি: দুশ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আক্কাস আলীকে (৪৫) আটক করেছে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। গতকাল বুধবার ভোর পাঁচটার দিকে গাংনী উপজেলার ওলিনগর সোনালী ইটভাটা এলাকা থেকে তাকে আটক করা হয়। আক্কাস আলী গাংনী উপজেলার ওলিনগর গ্রামের সাবান আলীর ছেলে।
ডিবির এএসআই রবিউল ইসলাম অভিযান পরিচালনা করেন। তিনি জানিয়েছেন, এলকার চিহ্নিত মাদকব্যবসায়ী আক্কাস আলী বিক্রির উদ্দেশে বস্তায় ভরে ফেনসিডিল নিয়ে অপেক্ষা করছিল। এ সময় তাকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। পরে মাদকদ্রব্য আইনে মামলাসহ গাংনী থানায় সোপর্দ করা হয়। আজ তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আলম।