মেহেরপুর দরবেশপুর গ্রামের ওহাব চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন

 

আমঝুপি প্রতিনিধি: মেহেরপুরের দরবেশপুর গ্রামের আব্দুল ওহার (৬০) দু সপ্তাহ আগে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

এলাকাসুত্রে জানা যায়, মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের দরবেশপুর গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে আব্দুল ওহাব গত ২ সেপ্টেম্বর আলগামন যোগে বারাদীহাটে আসার পথে মোমিনপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের নিকট অপর দিক থেকে আসা একটি আলগামনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওহাব আলগামনের নিচে পড়ে দু পা ভেঙ্গে রক্তাক্ত জখম হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। গত বুধবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়। ওহাব দু’পুত্র ও চার কন্যা সন্তানের জনক। গতকাল দুপুর ১২টায় পুরাতন দরবেশপুর গ্রামের কবর স্থানে জানাযার নামায শেষে লাশ দাফন করা হয়।