দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা থানা পুলিশ অভিযান চালিয়ে জসিম (৪০) নামের এক বছরের সাজাপ্রাপ্ত ফেরারি আসামিকে গ্রেফতার করেছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে দামুড়হুদা মডেল থানার এসআই কবির হোসেন ও এএসআই আব্দুল হাই অভিযান চালিয়ে উপজেলার হল্টচাঁদপুরে স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করে। সে উপজেলার দক্ষিনচাঁদপুরের মৃত ইদ্রিস আলী ওরফে দুখু মিয়ার ছেলে। দামুড়হুদা মডেল থানার ওসি কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক জসিম স্পেশাল ট্রাইব্যুনাল মামলার এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি এবং সে ঢাকা আশুলিয়া থানার জিআর মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।