পিএইচডি গবেষণার জন্য চুয়াডাঙ্গার মুন্সি আবু সাইফ নির্বাচিত

 জীবননগর ব্যুরো: চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান মুন্সি আবু সাইফ ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে পিএইচডি গবেষণার জন্য এক প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এ গবেষণাকর্ম সম্পাদন করবেন।

তার গবেষণার বিষয় ‘অমিয় চক্রবর্তীর কবিতায় বিষয় বৈচিত্র ও শিল্পরুপ’। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. হিমেল বরকতের তত্ত্বাবধানে এ গবেষণাকর্ম সম্পাদনা করবেন। জেলার জনপ্রিয় উপস্থাপক ও শিক্ষক মুন্সি আবু সাইফ জীবননগর দৌলৎগঞ্জপাড়ার প্রবীণ শিক্ষক কবি মুন্সি আব্দুস ছাত্তারের ছোট ছেলে। গবেষণাকর্ম যাতে নির্দিষ্ট সময়ে শেষ করতে পারেন সেজন্য মুন্সি আবু সাইফ সকলের দোয়া কামনা করেছেন।