স্টাফ রিপোর্টার: পদ্মা সেতুর ঠিকাদারি কাজ পাওয়ার জন্য বাংলাদেশি কর্মকর্তাদের ঘুষ দেয়ার জন্য কানাডিয়ান কোম্পানি এসএনসি-লাভালিনের সাবেক এক জ্যেষ্ঠ কর্মকর্তাসহ তিনজনকে অভিযুক্ত করেছে দেশটির পুলিশ (রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশ-আরসিএমপি)। অভিযুক্ত ব্যক্তিরা হলেন এসএনসি-লাভালিনের জ্যেষ্ঠ নির্বাহী কেভিন ওয়ালেস, কানাডার নাগরিক জুলফিকার আলী ভূঁইয়া ও বাংলাদেশের আবুল হাসান চৌধুরী।
কানাডার একটি সংবাদপত্রে গতকালের অনলাইন সংস্করণে বলা হয়েছে, কানাডার ‘বিদেশে ঘুষ প্রদান আইন’ (ফরেন ব্রাইবারি ল) অনুযায়ী কেভিন ওয়ালেসসহ তিনজনকে অভিযুক্ত করা হয়েছে। এ অভিযোগে গত মঙ্গলবার কেভিন ওয়ালেসকে গ্রেফতারের পর গতকাল বুধবার আদালতে হাজিরা দেয়ার শর্তে ছেড়ে দেয়া হয়েছে। এসএনসি-লাভালিনের আরও দু সাবেক কর্মকর্তা রমেশ শাহ ও মোহাম্মদ ইসমাইলের অভিযোগের বিষয়ে তদন্ত করছে আরসিএমপি। ওই সংবাদ প্রতিবেদনগুলোয় বলা হয়েছে, ছয় কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতুর নির্মাণকাজের দরপত্রের বিষয়টি দেখাশোনার দায়িত্ব ছিলো কেভিনের।