জীবননগরে জাসদ নেতা পিন্টুর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা

 

জীবননগর ব্যুরো: জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের কেন্দ্রীয় কৃষক জোট সদস্য জীবননগর বিআরডিবির সাবেক চেয়ারম্যান গোলাম মোর্শেদ পিন্টুর ৭ম মৃত্যুবার্ষিকী গতকাল মঙ্গলবার পালিত হয়েছে। জীবননগর উপজেলা জাসদেরর আয়োজনে কাজি টাউয়ারে এ উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক আনোয়ারুল ইসলাম বাবু। জীবননগর উপজেলা জাসদ সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় বিশেষ অতিথি ছিলেন জেলা ন্যাপের সম্পাদক কাজি বদরুদ্দোজা, প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল কবির, দামুড়হুদা উপজেলা জাসদের সভাপিত জাহাঙ্গীর আলম লুল্লু, জীবননগর উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রাজেদুল ইসলাম, নিলুফা ইয়াসমিন রাণী, জাসদ নেতা রাজু আহমেদ, হারুন-অর-রশিদ, কেরু চিনিকল শ্রমিক জোট সম্পাদক জুলফিক্কার হায়দার প্রমুখ।

উপজেলা জাসদের সাধারণ সম্পাদক শামসুল আলমের পরিচালনায় অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথি জাসদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক আনোয়ারুল ইসলাম বাবু বলেন, জাসদ নেতা পিন্টু স্বপ্ন দেখতেন এ দেশের উন্নয়ন করতে হলে বাংলার কৃষক সমাজকে সংগঠিত করতে হবে। ৭১’র পরাজিত শক্তিকে ক্ষমতার বাইরে রাখতে হবে। যুদ্ধ অপরাধীদের দ্রুত বিচার করতে হবে। সভায় আরো উপস্থিত ছিলেন- হযরত আলী, সোজাউদ্দিন, তারিকুল ইসলাম, পাপিয়া খাতুন, আক্তারুজ্জামান, শাকিল, রেজাউল ইসলাম ডিটু, রনি বিশ্বাস, নান্নু, শরিফ উদ্দিন, আবুল মুনজিল খোকন প্রমুখ।