মাথাভাঙ্গা মনিটর: ভারতের উত্তরপ্রদেশে যাত্রী বোঝাই বাসে সিলিন্ডার ফেটে ছয়জন নিহত ও কমপক্ষে ৭০ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে উত্তরপ্রদেশের বুলান্দশহরে দুর্ঘটনাটি ঘটে৷ বাসটিতে প্রায় ৮০ জন যাত্রী ছিলেন বলে গিয়েছে। দুর্ঘটনার পর সঙ্কটজনক অবস্থায় চিকিৎসার জন্য দিল্লিতে নিয়ে যাওয়ার সময় পথেই মৃত্যু হয় তিন শিশুসহ ছয়জনের। গুরুতর আহত ব্যক্তিদের দিল্লি ও মীরঠ হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদের চিকিৎসা চলছে বুলান্দশহরেই। পুলিশ জানায়, বাসে বেশ কিছু যাত্রী ধূমপান করছিলেন। যার জেরেই বিস্ফোরণটি ঘটে। নিহতদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।