মাথাভাঙ্গা মনিটর: কড়া নিরাপত্তা বেষ্টনি পেরিয়ে হোয়াইট হাউসে ঢুকে পড়া এক ব্যক্তির গাড়িতে ৮০০ রাউন্ড গুলি, একটি ছোরা ও দুটি ছোট কুঠার পাওয়া গেছে। আদালতে শুনানির সময় সোমবার পুলিশের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছেন ফেডারেল প্রসিকিউটর ডেভিড মুড। গত শুক্রবার ভবনটিতে ঢুকে পড়ে ওই ব্যক্তি। আদালতে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থিত দেশটির প্রেসিডেন্টের কার্যালয় ও বাসভবন হোয়াইট হাউসে অবৈধভাবে ছুরি হাতে ঢুকে পড়েন ওমর গঞ্জালেজ (৪২)। এ অপরাধে ওয়াশিংটনের ফেডারেল আদালতে তার বিচার চলছে। গত জুলাইয়ে বেপরোয়াভাবে গাড়ি চালানোর সময় ভার্জিনিয়া থেকে গঞ্জালেজকে গ্রেফতার করা হয়। ওই সময় তার গাড়ি থেকে রাইফেল ও শটগানসহ ১১টি বন্দুক এবং হোয়াইট হাউসের একটি ম্যাপ উদ্ধার করা হয়েছিলো। এছাড়া গত আগস্টে হোয়াইট হাউসের দক্ষিণ পাশের বেষ্টনির কাছ দিয়ে ছোট কুঠার হাতে হেঁটে যাওয়ার সময় তাকে ধরে ফেলে নিরাপত্তারক্ষীরা। ওই সময় তাকে গ্রেফতার না করে ছেড়ে দেয়া হয় বলেও আদালতে জানানো হয়েছে।