মাথাভাঙ্গা মনিটর: যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনের মুলধারার মিডিয়ায় আবারও উঠে এসেছে বাংলাদেশি মডেল মিন্টোর নাম। গত শনিবার (১৪ সেপ্টেম্বর) বোস্টনের সামারভীলের হলিডে ইন হোটেলে অনুষ্ঠিত এক ফ্যাশন শো’তে দেশীয় ঐতিহ্য ও পোশাক বিদেশিদের মাঝে উপস্থাপন করে বাংলাদেশি মডেল মিন্টো আবারও আলোচনায় আসে। বোস্টনের স্থানীয় টেলিভিশন ও বিভিন্ন মিডিয়া ওই ফ্যাশন শো’র সংবাদ প্রচার করে। মিন্টো মেহেরপুর জেলা শদরের রাজাপুর গ্রামের সন্তান।
এবারের ফ্যাশন শো’তে বোস্টন ও পার্শ্ববর্তী বেশ কয়েকটি শহরের ২৭ জন মডেল অংশ নেয়। এর মধ্যে মাত্র ২জন পুরুষ ও বাকি ২৬ জন মহিলা। এদের মধ্যে একমাত্র বাংলাদেশি কামরুজ্জামান মিন্টো মডেল হিসেবে ওই ফ্যাশন শোতে অংশ নিয়ে উপস্থিত দর্শকদের কাছ থেকে বেশ প্রশংসা কুড়িয়েছে বিদেশি নাগরিকদের কাছে। চলতি বছরের জুলাই মাসে বোস্টনের পার্শ্ববর্তী শহর বার্লিংটনের হোটেল মেরিয়টে অনুষ্ঠিত এক ফ্যাশন শো’তে অংশ নিয়েছিলো মিন্টো। ওই সময় বাংলাদেশি মডেল হিসেবে ও দেশি পোশাকের ব্যবহার উপস্থিত কয়েক শত বিদেশি নাগরিকদের মাঝে বেশ প্রশংশা কুড়ায়। মিন্টো দীর্ঘদিন ধরে দেশ বিদেশে মডেল হিসেবে কাজ করে আসছে। বিদেশি ফ্যাশোন শো’তে অংশগ্রহণের পর এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, অধিকাংশ বিদেশি নাগরিক আমাদের দেশের নামের সাথে পরিচিত নন। তাদের কাছে বাংলাদেশকে পরিচিত করে তুলে ধরা এবং আমাদের দেশীয় পোশাক আর সংস্কৃতিকে তুলে ধরার সহজ উপায় এ ধরনের মডেল শো’তে অংশ নেয়া। প্রবাসে নতুন প্রজন্মের বাংলাদেশি যুবক বা যুবতীরা যদি বিদেশিদের মাঝে এ ধরনের সংস্কৃতি ও ঐতিহ্যবাহী অনুষ্ঠানে অংশ নেয় তাহলে স্বল্প সময়েই বাংলাদেশকে বিশ্বের দরবারে পরিচিত করে তোলা সম্ভবপর হবে বলে মিন্টো মনে করেন। দেশীয় ঐতিহ্য ও পোশাক বিদেশিদের মাঝে ফ্যাশন শো’র মাধ্যমে উপস্থাপন করতে পেরে কামরুজ্জামান মিন্টো নিজেকে গর্বিত ও ধন্য মনে করছেন।