জীবননগর ব্যুরো: জীবননগর উথলী বিশেষ ক্যাম্পের বিজিবি সদস্যরা উপজেলার মনোহপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে ভারতীয় মদ উদ্ধার করেছেন। গত মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনাকালে মাদকব্যবসায়ীরা মদের কার্টন ফেলে পালিয়ে যায়।
উথলী বিজিবি ক্যাম্পের নায়েক আশরাফ জানান, সীমান্ত থেকে বিপুল পরিমাণে মাদকদ্রব্য পাচার করে আনা হচ্ছে গোপন এ খবর পান তারা। সংবাদের ভিত্তিতে ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মসলেম উদ্দিনের নেতৃত্বে বিজিবি সদস্যরা মনোহরপুরে অবস্থিত উথলী ইউনিয়ন পরিষদ ভবনের পাশে ওত পেতে বসে থাকেন। ভোরে ওই স্থান দিয়ে কার্টন ভর্তি মাদকদ্রব্য আনাকালে চোরাচালানিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে তা ফেলে পালিয়ে যায়। ফেলে যাওয়া কার্টন উদ্ধার করে বিজিবি ৮০ বোতল ভারতীয় ইএম বস ব্যান্ডের মদ উদ্ধার করে।