আলমডাঙ্গায় উপজেলা নির্বাহী কর্মকর্তার ভ্রাম্যমাণ আদালত

গাঁজা বিক্রেতা সেলিনার ছয় মাসের কারাদণ্ড

 

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাদকবিরোধী প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন। আলমডাঙ্গার ক্যানেলপট্টির গাঁজাবিক্রেতা সেলিনাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনি ৬ মাসের কারাদণ্ড প্রদান করেছেন।

জানা গেছে, গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আনজুমান আরা শহরের ক্যানেলপাড়ায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় মৃত আজিবর রহমানের মেয়ে চিহ্নিত গাঁজাব্যবসায়ী স্বামী পরিত্যক্তা সেলিনা খাতুনকে গাঁজাসহ পুলিশ গ্রেফতার করে। পরে উপজেলা নির্বাজী অফিসার আনজুমান আরা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সেলিনা খাতুনকে মাদক বিক্রির অপরাধে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন। উপজেলা নির্বাহী অফিসারের সাথে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার সেকেন্ড অফিসার এসআই লুৎফুল কবীরসহ সঙ্গীয় ফোর্স।