স্টাফ রিপোর্টার: জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে যাত্রা করার আগে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল রোববার বিকেল ৪টার দিকে প্রধানমন্ত্রী বঙ্গভবনে পৌঁছুলে রাষ্ট্রপতি তাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান। প্রায় এক ঘণ্টার বৈঠকে জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রীর যোগদান নিয়ে আলোচনা হয় বলে রাষ্ট্রপতির প্রেসসচিব ইহসানুল করিম জানিয়েছেন। তিনি বলেন, সাক্ষাতকালে প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান উপলক্ষে তার যুক্তরাষ্ট্র সফর নিয়ে আলোচনা করেন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৯তম অধিবেশনে যোগ দিতে রোববার রাতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১০ দিনের এ সফরে ২৭ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। ওই দিনই নিউইয়র্কে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে তার প্রথম বৈঠক হবে। প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে আসন্ন হজ উপলক্ষে রাষ্ট্রপতির সৌদি আরব যাওয়া নিয়েও আলোচনা হয় বলে ইহসানুল করিম জানান। রাষ্ট্রপতির কার্যালয়ের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। চীন ও জাপান সফর নিয়ে রাষ্ট্রপতিকে অবহিত করতে সর্বশেষ গত ২৫ জুন বঙ্গভবনে যান শেখ হাসিনা।