ব্রাহ্মণবাড়িয়ায় ইউপি উপনির্বাচনে পুলিশের গুলি : নিহত ১

 

স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ায় ইউপি উপনির্বাচন চলাকালে পুলিশের গুলিতে একজন নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছেএতে গুলিবিদ্ধসহ আহত হয়েছেন কমপক্ষে ৪০ জন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিজয়নগর উপজেলার চম্পকনগর ইউনিয়নের উপনির্বাচন চলাকালে গতকাল রোববার দুপুর আড়াইটার দিকে পেটুয়াজুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে সাটিরপাড়ার চেয়ারম্যান প্রার্থী হামদু মিয়া ও পেটুয়াজুড়ি গ্রামের চেয়ারম্যান প্রার্থী শাহআলম সমর্থকদের মধ্যে জাল ভোট দেয়া নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সংঘর্ষে জড়ায় দু পক্ষ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল পরিমাণ রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে পুলিশ। এতে সাটিরপাড়ার বাবুল মিয়াসহ (৩২) বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন।