মাথাভাঙ্গা মনিটর: গতকাল রবিবার লেভান্তের বিপক্ষে লিওনেল মেসিকে বিশ্রামে রাখার বিষয়ে ভাবছেন কোচ লুইস এনরিক। আর্জেন্টাইন অধিনায়ক এই মৌসুমে বার্সেলোনার চার ম্যাচের প্রতিটি মিনিট খেলেছেন। সবগুলো ম্যাচেই জয় পেয়েছে কাতালানরা। লেভান্তের বিপক্ষে মেসিকে বিশ্রামে রাখার যুক্তি দেখিয়ে বার্সেলোনার নতুন কোচ লুইস এনরিক বলেছেন, ‘মেসি না থাকলে প্রভাব পড়বেই, সেটা অন্য যে কোনো দলের মতোই। সে যদি প্রতিটি মিনিট খেলতে পারে সেটা অবশ্যই ভালো। কিন্তু এটা খুব কঠিন।’মেসির এই গুরু বলেছেন, ‘আমি এটা ম্যানেজ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। দলের জন্য ভালো এমন সিদ্ধান্তকেই গুরুত্ব দেব।