মাথাভাঙ্গা মনিটর: ইনজুরির কারণে বিশ্বকাপের স্বপ্ন ভঙ্গের পর এক বুক নতুন স্বপ্ন নিয়ে ওল্ড ট্রাফোর্ডে পাড়ি জমিয়েছেন কলম্বিয়ান স্ট্রাইকার রামাদেল ফ্যালকাও। কিন্তু এবার ইনজুরি আক্রান্ত হলে শেষ হয়ে যেতে পারে ম্যানচেস্টার ইউনাইটেডের স্বপ্নও। এই তারকার স্ট্রাইকারকে মনাকো থেকে এক বছরের জন্য ধারে নিয়েছে ইংলিশ জায়ান্ট ম্যান ইউ। যদিও এই চুক্তি দীর্ঘ হওয়ার সম্ভাবনা রয়েছে। ডেইলি মেইলের এক খবরে বলা হয়েছে হাটুর ইনজুরি থেকে ফেরা ফ্যালকাও যদি আবারও ইনজুরিতে পড়েন সেক্ষেত্রে তাকে মনাকোতে ফেরত দিতে পারে ম্যান ইউ।