খবর:(উজিরপুরের আয়ুবকে ধরে ভিমরুল্লায় নির্মম নির্যাতন)
এই ছোড়ারা টাকার কেন
এত্তো তোরা লোভ করিস
পরের টাকা না যদি পাস
মিথ্যে কেন ক্ষোভ করিস।
ধান্দাবাজি চাঁন্দাবাজি
করে বেড়াস বেশতো
ভালোই করিস কারণ এটা
তোদের বাপের দেশতো।
খুব চালাকি করলি তোরা
মানুষ ধরে মারিস
কোন ফাদারের ইঙ্গিতে আজ
এত্তো কিছু পারিস?
-আহাদ আলী মোল্লা