সীমান্ত বিরাজমান সমস্যা নিরসনে ফলপ্রসূ আলোচনা
দর্শনা অফিস: দর্শনা জয়নগর সীমান্তে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে দর্শনা জয়নগর সীমান্তের বিজিবির আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপি অনুষ্ঠিত বৈঠকে বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরিক হত্যা, মাদকপাচার, নারী-শিশু পাচার ও চোরাচালানরোধসহ সীমান্তে বিরাজমান সমস্যা নিরসনে ফলপ্রসূ আলোচনা হয়েছে। বৈঠকে বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত পরিচালক মেজর আনোয়ার জাহিদের নেতৃত্বে বৈঠকে উপস্থিত ছিলেন বিজিবির মেডিকেল অফিসার ক্যাপ্টেন দানিয়েল রাব্বি, এডি সোহরাব হোসেন, দর্শনা কোম্পানি কমান্ডার সুবেদার খোরশেদ আলম, গয়েশপুর কোম্পানি কমান্ডার সুবেদার মহসিন আলী ও ঠাকুরপুর কোম্পানি কমান্ডার সুবেদার শহীদুল ইসলাম। বিএসএফ’র কৃষ্ণনগর ১১৩ ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল ভিরেন দত্তের নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধি দলে ছিলেন সেকেন্ড ইন কমান্ড সুরেশ কুমার ও ডেপুটি কমান্ডার সতীশ চন্দ্রসহ অন্যরা। মেজর আনোয়ার জাহিদ বলেছেন, বিএসএফ’র সাথে বৈঠকে সীমান্তে বিরাজমান সমস্যা নিরসনে ফলপ্রসূ আলোচনা হয়েছে।