মেহেরপুর অফিস: সড়ক দুর্ঘটনায় মেহেরপুর সদর উপজেলার কাঁঠালপোতা গ্রামের বিশারত হোসেন (৪০) নিহত হয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার বিকাল সাড়ে তিনটার দিকে তার মৃত্যু হয়। তিনি কাঁঠালপোতা গ্রামের ইকতার আলীর ছেলে ও সদর উপজেলার যাদুখালী স্কুল অ্যান্ড কলেজের অফিস সহকারী।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে আটটার দিকে তিনি মোটরসাইকেলযোগে মুজিবনগর উপজেলার মহাজনপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে কোমরপুর মাঠের মধ্যে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা মারেন। মাথায় জখম অবস্থায় তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন পথচারীরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে ওই রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপতালে প্রেরণ করেন চিকিৎসক।
যাদুখালী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান টিপু তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতের আঁধারের ঘটনা। তাই সড়ক দুর্ঘটনা? নাকি অন্য কিছু তা নিশ্চিত নয় নিহতের পরিবার। তবে নিহতের বিষয়টি জানে না পুলিশ। মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্লা বলেন, বিষয়টি খোঁজ নেয়া হচ্ছে।