স্টাফ রিপোর্টার: জামাইয়ের নামে মামলা করাই প্রতিপক্ষের হাতে মারপিটের শিকার হয়েছেন আলমডাঙ্গা কেদারনগর গ্রামের তহর আলী। গতকাল শনিবার সন্ধ্যা ৬টার দিকে গ্রামেই এ ঘটনা ঘটে।
চুয়াডাঙ্গা আলামডাঙ্গা কেদারনগর গ্রামের মৃত আরশেদ ফরাজীর ছেলে তহর আলীর (৫৫) মেয়ের সাথে একই গ্রামের বিলপাড়ার হাফিজুর রহমানের ছেলে কায়েমের সাথে বছর খানেক আগে বিয়ে হয়। তহর আলীর ভাই মজিবুল অভিযোগ করে বলেন, বছর না ঘুরতেই কায়েম, তার বাবা ও চাচারা ৫ কাঠা জমি যৌতুক চায়। জমি না দেয়ার কারণে তহর আলীর মেয়ে মাঝে মধ্যেই মারধর করে। এরই প্রেক্ষিতে তহর আলী বাদী হয়ে চুয়াডাঙ্গা আলমডাঙ্গা থানায় মামলা করেন। মামলা করার কারণে শনিবার সন্ধ্যায় কায়েম আলী তার পিতা হাফিজুর রহমান, চাচা বাবুল আলী, হারেজসহ ৪জন তহর আলীকে কেদারনগর বিলপাড়াই ধরে দা দিয়ে শরীরের বিভিন্ন জায়গাতে কোপ ও কিল ঘুষি মারে। পরে স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।