ডাকবাংলা প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের সাধুহাটি মোড় থেকে নারায়ণপুর ত্রিমোহনী পর্যন্ত তিন কিলোমিটার রাস্তার দু পাশে তালবীজ ও জাম গাছের চারা রোপণ করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তালবীজ ও জামগাছের চারা রোপণ কাজের নেতৃত্ব দেন ঝিনাইদহ জেলা প্রশাসক মো. শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলকার নায়ন। সাধুহাটি ইউপির প্যানেল চেয়ারম্যান কাজী মো. নাজির উদ্দিন ও সাংবাদিক মো. গিয়াস উদ্দিন সেতুর সহযোগিতায় গাছের চারারোপণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক নবচিত্র সম্পাদক আলাউদ্দীন আজাদ, কৃষি অফিসার ড. খান মো. মনিরুজ্জমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলশতান জুলকার নায়ন, মিজাব-এ- রহমত, ইনাত ফুজিয়া, নুরুন্নাহারসহ স্থানীয় গণ্যমান্য ব্যত্তিবর্গ, সুধী ও সাংবাদিকবৃন্দ।
সাধুহাটি ইউনিয়নের পর জেলা প্রশাসক মো. শফিকুল ইসলাম সাগান্না ইউনিয়ন, মধুহাটি ইউনিয়ন এলাকায় বিভিন্ন রাস্তার পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। তাকে সহযোগিতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলকার নায়ন, সাগান্না ইউপি চেয়ারম্যান আলাউদ্দীন আল মামুন ও মধুহাটি ইউপি প্যানেল চেয়ারম্যান তহুরুল ইসলাম। তিনটি ইউনিয়নে প্রায় দেড় হাজার তালবীজ ও জামগাছের চারা রোপণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
এ সময় জেলা প্রশাসক মো. শফিকুল ইসলাম পরিবেশবান্ধবের জন্য বেশি বেশি করে বাড়ির আশপাশে গাছ লাগানোর পরামর্শ দেন।