চুয়াডাঙ্গা-মেহেরপুরে বাংলা লিংকের নেটওয়ার্ক বিড়ম্বনা : গ্রাহক সাধারণ ক্ষুব্ধ

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার কিছু এলাকায় বাংলালিংক গ্রাহকরা নেটওয়ার্ক বিড়ম্বনার শিকার হয়েছেন। গতকাল শনিবার বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত নেটওয়ার্ক ছিলো না। এ বিষয়ে চুয়াডাঙ্গা বাংলালিংক পয়েন্ট থেকে কাস্টমার কেয়ার প্রতিনিধি রেজাউল হক জানান, চুয়াডাঙ্গা-মেহেরপুরের মধ্যবর্তী স্থানে অপটিক্যাল ফাইবার ছিঁড়ে যাওয়ার কারণে এমনটি হয়েছে।

গ্রাহকরা জানান, শনিবার বেলা ১১টা থেকে বাংলা লিংকের নেটওয়ার্ক চলে যায়। কোনো কোনো সময় সামান্য নেটওয়ার্ক এলেও তাতে কল করা যায়নি। এমনকি ইন্টারনেট ব্যবহারকারীরাও বিড়ম্বনার শিকার হন। গতকাল দিনভর বাংলা লিংকের গ্রাহকরা অন্য কোথাও কল করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন।