চুয়াডাঙ্গার কুতুবপুরে সবজির আবাদ করে চাষিরা ঘটিয়েছেন ভাগ্যের পরিবর্তন

 

জিয়াউর রহমান জিয়া: সবজি চাষ করে চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের সবজির আবাদ করে মাত্র কয়েক বছরের মধ্যে তাদের ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছেন। ভূমিহীন কৃষকরা জমি বর্গা নিয়ে সবজি চাষ করতেন, তাদের অনেকেই আজ জমির মালিক হয়ে নিজের জমিতেই সবজির আবাদ করছেন। কুতুবপুর ইউনিয়নের শাহাপুর, বোয়ালিয়া শম্ভুনগর, মহাম্মদজমা, দত্তাইল, নবীননগর, হাসনহাটি গ্রামসমূহ সবজি গ্রাম হিসেবে বেশ পরিচিতি লাভ করেছে। ওই সব গ্রামের ৬০ ভাগ কৃষক সারা বছর সবজিচাষে উৎসাহিত হয়ে চাষাবাদ করছেন বিভিন্ন জাতের শাকসবজি। ওই এলাকার চাহিদা মিটিয়ে প্রতিদিন ২৫/৩০ ট্রাক সবজি দেশের বিভিন্ন স্থানে যায়। দেশের বিভিন্ন এলাকা থেকে এ এলাকায় আসেন ব্যাপারীরা। এ এলাকার কৃষকদের উৎপাদন করা বেগুন, লাউ, শসা, ঝাল, পটোল, বরবটি, ঝিঙে, পুঁইশাক, মিষ্টি কুমড়া, আলু, কচু, কপি, মুলা, ধনিয়াপাতা, বাঁধাকপি, লাল শাক ও ওলসহ বিভিন্ন প্রকার সবজি বিভিন্ন এলাকার ব্যাপারীরা কিনে নিয়ে যান।