মেহেরপুর অফিস: খামার শ্রমিকদের অবসরকালীন ভাতা বৃদ্ধিসহ ৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিএডিসি মেহেরপুর বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের শ্রমিকরা ৪র্থ দিনের মতো বিক্ষোভ সমাবেশ করেছে। গতকাল বুধবার সকালের দিকে মেহেরপুর বীজ প্রক্রিয়াজাত করণ কেন্দ্রের মধ্যে ওই কর্মসূচি পালন করা হয়।
বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের উদ্যোগে কেন্দ্র নির্ধারিত ৫ দিনব্যাপি ওই কর্মসূচি অংশ হিসেবে মেহেরপুর বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র শ্রমিক লীগ সভাপতি জালালউদ্দীনের নেতৃত্বে কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহসাধারণ সম্পাদক সালাউদ্দীন, শ্রমিক নেতা মোশারফ হোসেন, লুৎফর রহমান, হাশেম আলী প্রমুখ। একই দাবিতে গতকালও বিএডিসি মেহেরপুর বারাদী বীজ উৎপাদন খামারের শ্রমিকরা কর্মসূচি পালন করেন।
উল্লেখ্য, সপ্তায় দু দিন স্ব-বেতনে ছুটি প্রদান, অনিয়মিত শ্রমিকদের নিয়মিত করা এবং মাতৃত্বকালীন ছুটি ৯০ দিনের পরিবর্তে ১৮০ দিন করার দাবি রয়েছে শ্রমিকদের। কেন্দ্রীয় শ্রমিক ফেডারেশন ঘোষিত ৫ দিনের কর্মসূচির অংশ হিসেবে গত ১৫ সেপ্টেম্বর থেকে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করছেন শ্রমিকরা।