টিপ্পনী

 

খবর:(যৌন হয়রানির অপরাধে আলমডাঙ্গায় যুবকের ১০ হাজার টাকা জরিমানা)

 

লোকের কাছে ফোন করো ক্যান

ফাজিল ফাজিল টোন করো ক্যান

খাওনি চাটি-চড়;

তাই এতো ফড়ফড়।

 

রাস্তা ঘাটে গান করো ক্যান

পচা তাড়ি পান করো ক্যান

যাওনি বুঝি জেলে;

তাই মাথা তেলতেলে।

 

নারীর পানে চোখ করো ক্যান

আজে বাজে রোখ করো ক্যান

আওয়াজ তোলো ফাঁকা;

গুনলে তো বেশ টাকা।

 

-আহাদ আলী মোল্লা