স্টাফ রিপোর্টার: ছাত্রলীগ, ছাত্রশিবির এবং পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষের পর রাজশাহী প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ জন্য আগামীকাল ১০টার মধ্যে সব ছাত্র-ছাত্রীকে হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ২০ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে পরিবর্তীতে ক্যাম্পাস খোলা হবে।