মুক্তভাবে না ঘুরতে পারার দুঃখ রাষ্ট্রপতির

স্টাফ রিপোর্টার: হাওরের সৌন্দর্য ও বিশালতা উপভোগ করতে গতকাল বৃহস্পতিবার সকাল আটটার দিকে নৌযানে করে বেরিয়ে পড়েন রাষ্ট্রপতি আবদুল হামিদ। এ সময় তিনি অনেকটা স্মৃতিকাতর হয়ে পড়েন এবং রাষ্ট্রপতি হওয়ার কারণে মুক্তভাবে ঘুরতে না পারায় সফরসঙ্গীদের কাছে আক্ষেপ প্রকাশ করেন। আবদুল হামিদ গত বুধবার থেকে তিন দিনের হাওর ভ্রমণে বের হন। গতকাল বৃহস্পতিবার সকালে অষ্টগ্রাম থেকে রওনা হয়ে জন্মভূমি মিঠামইনে পৌঁছান দুপুর ১২টা ২৫ মিনিটে। এ সময় তাকে স্বাগত জানান তার ছেলে স্থানীয় সংসদ সদস্য রেজুয়ান আহমেদ, কিশোরগঞ্জ-৩ আসনের এমপি সোহরাব উদ্দিন, কিশোরগঞ্জ-৫ আসনের এমপি আফজাল হোসেন, সেনাপ্রধান ইকবাল করিম ভূইয়া ও তার পরিবারের সদস্যরা। এরপর তিনি পুরাতন ডাকবাংলো মাঠে এলাকাবাসীর উদ্দেশে বক্তব্য দেন।