মুজিবনগর দারিয়াপুর নাইটবার্ড ফুটবল টুর্নামেন্টে রুহুল আমিন স্পোর্টিং ক্লাবের জয়লাভ

 

মুজিবনগর প্রতিনিধি: মুজিবনগর দারিয়াপুরের নাইটবার্ড ক্লাব ফুটবলের চতুর্থ দিনের প্রথম রাউন্ডের খেলা অনুষ্ঠিত  হয়েছে। গতকাল বুধবার বিকেলে নাইটবার্ড ফুটবল টুর্নামেন্টে দারিয়াপুর ফুটবলমাঠে মেহেরপুর সদর উপজেলার রুহুল আমিন স্পোর্টিং ক্লাব ৪-০ গোলে দামুড়হুদা উপজেলার জগন্নাথপুর যুব সংঘকে পরাজিত করে। রাজা তিনটি ও সাইফুল একটি গোল করে। রেফারির দায়িত্ব পালন করেন  সাহী কামাল মতি, সহকারী হিসেবে ছিলেন সাবান মোহাম্মদ ও জাকির হোসেন।