বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত বয়সভিত্তিক অনূর্ধ্ব-১৪, ১৬ ও ১৮ জেলা ক্রিকেটদল গঠনের লক্ষে খেলোয়াড়দের বয়স ও মেধা নির্ধারণ করা হবে। সে লক্ষে নিম্নলিখিত খেলোয়াড়দের আগামী ২০ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৩ ঘটিকায় খেলার সরঞ্জামাদিসহ জন্মসনদের ফটোকপি, ১ কপি পাসপোর্ট ও ১ কপি স্ট্যাম্প সাইজের ছবিসহ চুয়াডাঙ্গা স্টেডিয়ামে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ-কমিটির আহ্বায়ক খোন্দকার জেহাদ-ই-জুলফিকার টুটুল। অনূর্ধ্ব-১৮: খোকন, জুয়েল (ইয়াং স্টার), মিসা (উড়ো মেঘ), নাজমুল (দলিয়ারপুর), হাবিবুর (প্রাইম স্পোর্টিং), সোহেল (ফাতেমা স্পোর্টিং), আবির, সাব্বির (উল্লাস), তাজ, তারিক (সাইমুম), আসিফ (নিলয়), মইনুল (ইমা), সাব্বির (ভেনাস), নাইম, রাতুল, আলিম, ইমন, তানভীর, জয়, সাব্বির, জয় কুমার, বিশাল, নাহিদ, আসিফ, অর্পন, উৎস, মাসুদ, তন্ময়, ওয়াজেদ, রাফিক (অনূর্ধ্ব-১৮), লিমন (জাফরপুর), মামুনুর রহমান, আব্দুল আল মবিন, সজল (নাইটিঙ্গেল), জেহাদ (বাবুপাড়া), বিষ্ণু (মুন্সিগঞ্জ), নাসির (আমিন), ইমাম (উল্কা), জব্বার (মিতালী), রাজু (উল্কা), সজল (সিএসও)। অনূর্ধ্ব-১৬: জুয়েল, মামুন, সুমন (বাবুপাড়া), তৌফিকুল (ফাতেমা), নাজমুল (ইলেভেন স্টার), মুস্তাকিম (ইএন স্পোর্টিং), শান্ত, সৌমিক, নাঈম (সাইমুম), রিমন (সিরাজুল), আশিক, রিয়াদ, শামিমুল, তৌহিদুর, আশিক, সনেট, তালাত, জুয়েল-২ (অনূর্ধ্ব-১৬), সোহান, শাকিল, হাসান (বাবু), ইকবাল (মুন্সিগঞ্জ), কিবরিয়া (সিএসও), তৌহিদুল (এরশাদপুর একাডেমী), রাজ (এমএ বারী)। অনূর্ধ্ব-১৪: জুনায়েদ (উড়ো মেঘ), আদনান (নাইটিঙ্গেল), তারেক (ইলেভেন) স্টার), সিবা (সিরাজুল), হালদার, স্নিগ্ধ, আকাশ, মনি, ফায়িম, নিরব, বাপ্পি (অনূর্ধ্ব-১৪), আলিফ, নয়ন (চুয়াডাঙ্গা একাডেমী), সোহাগ (আলিয়া মাদরাসা), ইমরান (আদর্শ), সাকিল-১, স্বপ্নিল (মুন্সিগঞ্জ), জাবিদ (ভি.জে), হাসিব (সরোজগঞ্জ), সাকিল-২, রায়হান, অভি।–বিজ্ঞপ্তি।