মাথাভাঙ্গা মনিটর: খেলোয়াড়ের আকাক্সক্ষার সামনে বয়সটাযে ব্যাপার নয়, এবার দেখালেন স্কট স্টাইরিস। ৩৯ বছরের স্টাইরিসের বিধ্বংসী বোলিঙে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির স্বপ্ন খানখান হলো শিরোপাধারী মুম্বাই ইন্ডিয়ান্সের। আর প্রথমবারের মতো এ বৈশ্বিক আসরের মূল পর্বে যোগ্যতা নিলো পাকিস্তানের কোনো দল। গত মঙ্গলবার নিউজিল্যান্ডের নর্দার্ন ডিস্ট্রিকটস নাইটসের কাছে ৮ উইকেটে হার মানে ভারতীয় ফ্রেঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্স।