দক্ষিণ কোরিয়ার সীমান্তে রোবট মোতায়েন

 

মাথাভাঙ্গা মনিটর: উত্তর কোরিয়ার সীমান্তে বেশ কয়েকটি রোবট টিম মোতায়েন করেছে দক্ষিণ কোরিয়া। মেশিনগানবাহী এ সব রোবট বানিয়েছে দক্ষিণ কোরিয়ার বিখ্যাত ইলেকট্রনিক কোম্পানি স্যামসং। এসজিআর-১ নামের এ রোবটে মোশন ডিটেক্টর বা গতি নির্ণয়ের ব্যবস্থা বসানো আছে। ফলে দু মাইলেরও বেশি দূর থেকে সম্ভাব্য লক্ষ্যবস্তু নির্ণয় করতে পারবে এ রোবট। এসজিআর-১ রোবটে বসানো আছে ৫.৫ এমএম মেশিনগান এবং ৪০ এমএম গ্রেনেড লাঞ্চার। অবশ্য এ সব অস্ত্র ব্যবহারের জন্য রোবটকে মানুষ অপারেটরের সাহায্য নিতে হবে। সম্ভাব্য কোনো হুমকি দেখতে পেলে সাথে সাথে কমান্ড সেন্টারকে জানিয়ে দেবে রোবট। এসজিআর-১’এর পাঠানো ভিডিও এবং অডিও খতিয়ে দেখে প্রয়োজনীয় ক্ষেত্রে দূর-নিয়ন্ত্রণের মাধ্যমে গুলি চালানোর নির্দেশ দেবেন অপারেটর। ২০০৬ সালে প্রথম এসজিআর-১ পরীক্ষামূলকভাবে মোতায়েন করা হয়েছিলো।
পাহারায় থাকা অবস্থায় একজন সেনা সহজেই ঘুমিয়ে পড়তে পারে বা তার মনোযোগে ঘাটতি দেখা দিতে পারে কিন্তু রোবটের বেলায় এ সব হওয়ার কোনো আশঙ্কা নেই। এ কথা সে সময়ে বলেছিলেন স্যামসঙের কারিগরি বিষয়ক মুখপাত্র। তিনি বলেন,  এছাড়া শত্রু হঠাৎ করে হামলা চালাতে পারে বলে সেনারা ভয় পেয়ে যেতে পারে কিন্তু সে ভয় নেই রোবটের। আর এ জাতীয় হামলা হলে এসজিআর-১ তা ঠেকাতে পারবে। এসব রোবট ১৬০ মাইল দীর্ঘ কোরিয় সীমান্তে মোতায়েন সেনাদের সাথে এক সাথে কাজ করবে। প্রতিটি এসজিআর-১ নির্মাণে দু লাখ ডলার ব্যয় হয়েছে বলে মনে করা হচ্ছে। অবশ্য সীমান্তে কয়টা রোবট ইউনিট মোতায়েন করা হয়েছে তা জানায়নি দক্ষিণ কোরিয়া।