ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কালীগঞ্জ, কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে রেজিস্ট্রেশনবিহীন ৫০টি মোটরসাইকেল আটক করেছে ট্রাফিক পুলিশ। গতকাল মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে এ মোটরসাইকেল আটক করা হয়। মোটরসাইকেল রেজিস্ট্রেশন না করার অপরাধে পরে মালিকদের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে।
ঝিনাইদহ ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মো. সালাহউদ্দীন জানান, পুলিশ সুপার আলতাফ হোসেনের নির্দেশে জেলার ৬টি উপজেলায় মোটরসাইকেলের কাগজপত্র যাচাই বাছাইয়ের জন্য ট্রাফিক পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে কালীগঞ্জ উপজেলা থেকে ১৪টি, কোটচাঁদপুর উপজেলা থেকে ১৫টি এবং মহেশপুর উপজেলা থেকে ২১টি রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল আটক করা হয়। এসব মোটরসাইকেলের মালিকদের বিরুদ্ধে রেজিস্ট্রেশন না করে মোটরসাইকেল চালানোর অপরাধে মামলা করা হয়। আটককৃত মোটরসাইকেলগুলো সংশ্লিষ্ট থানায় রাখা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন ট্রাফিক সার্জেন্ট মশিউর রহমান, মৃত্যুঞ্জয় বিশ্বাস ও গৌরাঙ্গ পাল।