চুয়াডাঙ্গার জাফরপুরে নিঃসন্তান দম্পতির ঘরে নবজাতক নিয়ে চাঞ্চল্য : নানা গুঞ্জন

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জাফরপুর সরদারপাড়ায় এক নিঃসন্তান দম্পতির ঘরে নবজাতককে নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সিসিবিবির প্রশিক্ষণপ্রাপ্ত ধাত্রীমা আলেয়ার মাধ্যমে নিঃসন্তান দম্পতি নবজাতকে পেয়েছে বলে জানা গেলেও স্থানীয়দের মধ্যে নবজাতকের জন্ম পরিচয় নিয়ে নানামুখি গুঞ্জন রয়েছে।

জানা গেছে, চুয়াডাঙ্গা জাফরপুর ফাকিরবাগান সংলগ্ন সরদারপাড়ার শেরেগুল ও তার স্ত্রী রোকেয়া দীর্ঘদিন ধরে নিঃসন্তান। প্রতিবেশী আলেয়া ধাত্রী। তার মাধ্যমেই কয়েকদিন আগে রোকেয়ার কোলে আসে এক নবজাতক। এ নবজাতক কন্যা নাকি পুত্র? তা নিয়েও রয়েছে বিভ্রান্তি। তার জন্মপরিচয়ও রহস্যাবৃত। কেউ বলেছে, কুমারী মাতার সন্তান, কেউ বলেছে, কালীগঞ্জ এলাকার এক প্রবাসীর স্ত্রীর সন্তান। কোনোটিরই সত্যতা নিশ্চিত করা যায়নি। স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে গতকাল সরেজমিনে গেলে দেখা যায়, রোকেয়ার কোলে নবজাতক। তিনি সন্তানের পিতৃ পরিচয় জানাতে প্রথমে অস্বীকৃতি জানালেও পরে বলেন, কাগজ করেই সন্তান নিয়েছি। প্রতিবেশীদের বেশ কয়েকজন বলেছেন, এক কুমারী মায়ের সন্তান কোলে তুলে নিয়েছে রোকেয়া। ধাত্রী আলেয়া ওই নবজাতকের প্রকৃত পরিচয় জেনেও রহস্যজনক কারণে তা প্রকাশ করছেন না।