জীবননগর ব্যুরো: বাংলাদেশ বর্ডার গার্ড জীবননগর সীমান্ত ফাঁড়ির সদস্যরা মাগুরার সীমাখালীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য সামগ্রী উদ্ধার করেছেন। গোপন সংবাদের ভিত্তিতে এ মালামাল উদ্ধার করা হয়। ফাঁড়ি কমান্ডার হাবিলদার সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গত সোমবার গভীররাতে অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চোরাচালানীচক্র ভারত থেকে বিপুল পরিমাণ পণ্য ঢাকায় পাচার করছে গোপন এ সংবাদ পায় জীবননগর সীমান্ত ফাঁড়ি বিজিবি। সংবাদের ভিত্তিতে ক্যাম্প কমান্ডার হাবিলদার সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে মাগুরার সীমাখালীতে অভিযান চালান। সোমবার রাত ১টার দিকে চোরাচালানীচক্র ভারতীয় মালামাল নেয়াকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। এ সময় পরিত্যক্ত কাটুন থেকে ১ হাজার ৭৮৮ পিস ভারতীয় বিস্কুট, ১৫৪ পিস চকলেট, ১ হাজার ১৯৪টি থেরাপি ইনজেকশন, ২২৮টি মারসিফ ও ৬২টি ভিকৱ্যাল ওষুধ উদ্ধার করা হয়।