জীবননগর ব্যুরো: জীবননগর ডিগ্রি কলেজ ছাত্রলীগ নেতার হামলায় ২য় বর্ষের ছাত্র মেহেদী হাসান তন্ময় (১৭) গুরুতর আহত হয়েছে। তাকে ছাত্রশিবির হিসেবে চিহ্নিত করে অমানুষিক এ নির্যাতন করা হয় বলে অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার দুপুরে জীবননগর ডিগ্রি কলেজ ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান (২৫) ওরফে ডেও হাসানের নেতৃত্বে হামলার ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অভিযোগে জানা যায়, উপজেলার খয়েরহুদা মুন্সিপাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে তন্ময় গতকাল সকালে কলেজের লাইব্রেরিতে বসে বই পড়ছিলো। এ সময় কলেজ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান ওরফে ডেও হাসানের নেতৃত্বে তার ক্যাডারবাহিনী লাইব্রেরিতে গিয়ে তন্ময়কে বাইরে ডেকে এনে তার নাম ও ঠিকানা জিজ্ঞাসা করে। পরে ক্লাস শেষে দপুর ১টার দিকে তন্ময় কলেজ থেকে বের হতে গেলে তাকে খেলাঘরে নিয়ে অমানুষিক নির্যাতন করা হয়। তার ওপর এ অমানুষিক নির্যাতন করা হলেও পরবর্তীতে হামলা হতে পারে এমন আশঙ্কায় কেউ উদ্ধারে এগিয়ে আসেনি। এ সময় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে এলেও হামলাকারীরা নির্যাতন করা বন্ধ করেনি বলে জানা যায়। গুরুতর আহত অবস্থায় তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় কলেজে সাধারণ ছাত্রদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। দাবি উঠেছে একের পর এক কলেজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী মেহেদী হাসান ওরফে ডেও হাসানকে কলেজ থেকে বহিষ্কারের।