চুয়াডাঙ্গা শান্তিপাড়ার প্রাইভেট শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগ

 

স্টাফ রিপোর্টার: প্রাইভেট ছাত্রীকে কুপ্রস্তাব দিয়েছেন শিক্ষক চুয়াডাঙ্গা শান্তিপাড়ার আরমান হোসেন টিটু। এ ঘটনায় এলাকার যুবসমাজ শিক্ষকের ওপর চড়াও হলে উত্তেজনার সৃষ্টি হয়। তবে মানসম্মানের ভয়ে মেয়ের বাবা অভিযোগ না করায় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলেও কোনো ব্যবস্থা নেয়নি তারা।

সূত্র জানায়, চুয়াডাঙ্গা শান্তিপাড়ার ওহিদুল ইসলামের ছেলে আরমান হোসেন টিটু (২৮) নিজ বাড়িতে বিভিন্ন এলাকার ছাত্রছাত্রীদের প্রাইভেট পড়ান। ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া তার এক প্রাইভেট ছাত্রীকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতেন শিক্ষক আরমান। এক পর্যায়ে তাকে কুপ্রস্তাবের ইঙ্গিত দেন। এ অবস্থায় ওই ছাত্রী প্রাইভেট পড়া বন্ধ করে দেয়। পরে মোবাইলফোনে ছাত্রীকে প্রাইভেট পড়তে আসতে বলেন এবং আপত্তিকর কথাবার্তা বলেন। এসব কথা মোবাইলফোনে রেকর্ড করে ওই ছাত্রী। বাধ্য হয়ে বিষয়টি ছাত্রীর বাবা এলাকার ছেলেদের জানালে কয়েকজন যুবক শিক্ষক টিটুর ওপর চড়াও হয়। পরিস্থিতি বেগতিক হয়ে উঠলে গতকাল মঙ্গলবার বিকেলে সেখানে পুলিশ যায়। তবে মানসম্মানের ভয়ে ছাত্রীর পিতা অভিযোগ না করায় শিক্ষক টিটুর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া যায়নি বলে পুলিশসূত্রে জানা গেছে।