গাংনীর বামন্দী থেকে হেরোইনসহ মাদকব্যবসায়ী গ্রেফতার

 

গাংনী প্রতিনিধি: ১০ গ্রামে হেরোইনসহ হুসাইন মাহমুদ চন্দন (২২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যা সাতটার দিকে মেহেরপুর গাংনী উপজেলার বামন্দী ভূমি অফিস সংলগ্ন আমবাগান থেকে তাকে গ্রেফতার করা হয়। সে বামন্দী বাসস্ট্যান্ডপাড়ার জিনারুল ইসলামের ছেলে।

গাংনী থানাসূত্রে জানা গেছে, হেরোইন কেনাবেচার সময় গোপন সংবাদের ভিত্তিতে গাংনী থানার এসআই ইকরামুল হক, এএসআই আব্দুল হান্নান ও এএসআই আমিনুল ইসলাম চন্দনকে গ্রেফতার করেন। এ সময় তার কাছ থেকে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ। সে একজন মাদকব্যবসায়ী বলে জানান এসআই ইকরামুল হক। রাতেই চন্দনের নামে গাংনী থানায় মামলা দায়ের করা হয়। আজ মঙ্গলবার তাকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হতে পারে।