চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের আলুকদিয়ার অদূরে গাছ ফেলে ডাকাতি-ছিনতাই

নৈশকোচ ট্রাক-ট্রাক্টরচালক ও আরোহীদের নিকট থেকে নগদ টাকা মালামাল ডাকাতি : মোটরসাইকেল ছিনতাই

 

স্টাফ রিপোটার: চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কে আলুকদিয়া কানা পুকুরের অদূরে গতপরশু রাত সাড়ে ১২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত রাস্তার ওপর গাছ ফেলে ডাকাতিসহ মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। দীর্ঘ সময় ধরে ডাকাতদল তাণ্ডব চালালেও টহল পুলিশের উপস্থিতি মেলেনি।

জানা গেছে, চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কে আলুকদিয়া কানা পুকুর ও গোরস্তানের অদূরে রাস্তার পাশের গাছ কেটে রাস্তায় ফেলে একদল ডাকাত। এ সময় চুয়াডাঙ্গা ডিলাক্স, রয়েল একপ্রেস, ট্রাক, ট্রাক্টরচালক ও আরোহীরা ডাকাতির কবলে পড়ে। আনুমানিক সাড়ে তিন লক্ষাধিক টাকার মালামাল ডাকাতি হয়েছে বলে ডাকাতির শিকার লোকজন জানিয়েছে।

যারা ডাকাতির শিকার হয়েছে বলে জানা গেছে তাদের মধ্যে ভালাইপুর গ্রামের মৃত. দাউদ আলীর ছেলে আকালের কাছে থাকা টিভিএস মোটরসাইকেল, মোবাইলফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয় ডাকাতদল। তিনি জানান, দুটি ডিলাক্স, দুটি ট্রাক, একটি ট্রাক্টরসহ বেশ ক’টি যানবাহন ডাকাতির কবলে পড়ে। কোচযাত্রী সকলের মোবাইল, নগদ টাকা, গলার চেনসহ মূল্যবান সব জিনিস ছিনিয়ে ডাকাতদলের সদস্যরা। প্রায় তিন ঘণ্টা সদর থানার এলাকায় ডাকাতি হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী।

এদিকে গোকুলখালী ফাঁড়ির এএসআই হাবিবের দায়িত্ব নিয়েও চলছে সমালোচনা। নাম প্রকাশে অনিচ্ছু দু আলমসাধুচালক জানান, ডাকাতির রাতে গোকুলখালী পুলিশ ফাঁড়ির এএসআই হাবিব রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে ডাকাতি হওয়া সড়কে তাদের পথ আটকে দুজনের কাছে থাকা ৩ শতাধিক টাকা আদায় করে।