গাংনী উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

 

গাংনী প্রতিনিধি: বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের মেহেরপুর গাংনী উপজেলা চ্যাম্পিয়নের লড়াই শুরু হয়েছে। ৯টি ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ের চ্যাম্পিয়ন ১০টি দল ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। গতকাল রোববার সকালে বাঁশবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় চত্বরে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, বর্তমানে খেলার মাঠের সংখ্যা কমার পাশাপাশি হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন খেলা। এতে জাতীয় পর্যায়ে ভালো খেলোয়াড় সঙ্কট দেখা যাচ্ছে। এ টুর্নামেন্টে অংশগ্রহণকারী ক্ষুদে খেলোয়াড়দের মধ্য থেকেই হয়তো বেরিয়ে আসবে ভবিষ্যত জাতীয় দলের দেশ সেরা খেলোয়াড়। এমনই উদ্দেশ্যেই এই আয়োজন। তবে ছাত্রছাত্রীদের খেলাধুলায় ভাল করার পাশাপাশি লেখাপড়াও ভাল ফলাফল অর্জন করার পরামর্শ দেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান। উদ্বোধনী খেলায় ষোলটাকা প্রাথমিক বিদ্যালয় দলের মুখোমুখি হয় চাঁদপুর প্রাথমিক বিদ্যালয় দল। খেলা পরিচালনা করছেন রেফারি মাহবুব হক এবং সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন আহসান হাবীব ও আব্দুল গফুর।