স্টাফ রিপোর্টার: গাজীপুরের টঙ্গীতে বিকাশকর্মীকে গুলি করে ৩০ লাখ টাকা ছিনতাই করা হয়েছে। গুলিবিদ্ধ নিজাম উদ্দিনকে (৩০) টঙ্গী হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। স্থানীয় সূত্র জানায়, বিকাশকর্মী নিজাম উদ্দিন গতকাল রোববার দুপুর পৌনে দুটোয় মহানগরের টঙ্গী বিসিক মোড়ে পৌঁছুলে কয়েকজন যুবক তার গতিরোধ করে এবং দু রাউন্ড গুলি করে তার সাথে থাকা ৩০ লাখ টাকা ছিনিয়ে নেয়। তাকে উদ্ধার টঙ্গী সরকারি হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকদের পরামর্শে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।