খবর: (গাংনীর সাহারবাটি থেকে বোমা উদ্ধার)
ছুটছে বোমা ছুটছে গুলি
শূন্য হয়ে যাচ্ছে ঝুলি
আমরা তবু নেতার কথায়
জি স্যার বলে দু’ হাত তুলি।
লাখে লাখে উঠছে চাঁদা
সত্যি কথা বলতে বাধা
আমরা তবু হেসে হেসে
বলছি ভালোই আছি দাদা।
দিনদুপুরে ঘুরছে খুনি
ওরা নেতার চেলা শুনি
বললে কিছু খবর আছে
সাইজ করে ছাড়েন উনি!
-আহাদ আলী মোল্লা