মেহেরপুর আফিস: মেহেরপুর সদর থানা আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী কমিটির সভা গতকাল শনিবার বিকেলে শহরের বড়বাজারস্থ জেলা যুবলীগের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। মেহেরপুর সদর থানা আওয়ামী যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন আনুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনাম। প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক সাজ্জাদুল আলম সাজ্জাদ। উপস্থিত থেকে বক্তব্য রাখেন- জেলা যুবলীগের সহসভাপতি এমএ মতিন শামীন, আমিরুল ইসলাম ফকির, সাংগাঠনিক সম্পাদক মিজানুর রহমান হিরোন, আমদহ ইউনিয়ন যুবলীগের সভাপতি মোস্তাকিম হোসেন ফকির, বুড়িপোতা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, আমঝুপি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেমসহ বিভিন্ন ওয়ার্ডের যুবলীগের নেতাকর্মীরা। অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন সদর থানা যুবলীগের সাধারণ সম্পাদক আল মামুন। আগামীতে মেহেরপুর সদর থানার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে আওয়ামী যুবলীগের কাউন্সিল অনুষ্ঠিত হবে। কার্যনির্বাহী কমিটির সভায় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।