মেহেরপুরের গাংনী থেকে ২টি বোমা উদ্ধার

 

মেহেরপুর আফিস: মেহেরপুর গাংনীর থানাপাড়া এলাকার সারব্যবসায়ী জামাল উদ্দীন দেওয়ানের বাড়ির সামনে থেকে দুটি বোমা উদ্ধার করেছে গাংনী থানা পুলিশ। গতকাল শনিবার সকাল সাড়ে ৭টার দিকে গাংনী থানা পুলিশ লালটেপ দিয়ে মোড়ানো হাতবোমা দুটি উদ্ধার করে। সকালে পুলিশে খবর দিলে পুলিশ বোমা দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। সারব্যবসায়ী জামাল উদ্দীন দেওয়ান জানান, বেশ কয়েকদিন ধরে তার কাছ থেকে ১ লাখ ৩০ হাজার টাকা চাঁদাদাবি করে আসছিলো সন্ত্রাসীরা। বিভিন্নভাবে হুমকি ও বোমা মেরে হত্যারও হুমকি দিয়েছিলো তারা। গতকাল শনিবার সকালে বাড়ির সামনে লালটেপ মোড়ানো ২টি হাত বোমা রেখে তার কাছে (জামাল দেওয়ানের) ফোন দেয় সন্ত্রাসীরা।

গাংনী থানার ওসি রিয়াজুল ইসলাম জানান, জামাল দেওয়ানের বাড়ির সামনে থেকে বোমা দুটি উদ্ধার করে থানায় নিয়ে নিষ্ক্রীয় করা হয়েছে। চাঁদাদাবি ও হুমকি দেয়ার বিষয়ে পুলিশ নজর রাখছে। যেকোনো প্রকারে সন্ত্রাসী চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।