মাথাভাঙ্গা অনলাইন : চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর সীমান্ত এলাকা থেকে আজান বারী (৪০) নামে এক বাংলাদেশী গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে বিএসএফ । আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬ টার দিকে ভারত থেকে গরু নিয়ে ফেরার পথে তাকে আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী । ঘটনাটি ঘটেছে সীমান্তের ৬২ নং মেইন পিলার সাব পিলার ৯ এস’র কাছে ভারতীয় ভূখন্ডের ২০০ মিটার অভ্যন্তরে।
চুয়াডাঙ্গা ৬ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল গাজী মোঃ আসাদুজ্জামান (পিএসসি) ঘটনার সত্যতা স্বীকার করে মাথাভাঙ্গা অনলাইনকে জানান, জীবননগর উপজেলার হাবিবপুর গ্রামের মটর মন্ডলের ছেলে গরু ব্যবসায়ী আজান বারী ভারত থেকে গরু নিয়ে আনতে গিয়ে সীমান্তের ২০০ মিটার অভ্যন্তরে ১৭৩ বিএসএফ পুটখালী বিশেষ ক্যাম্পের সদস্যদের হাতে ধরা পড়ে ।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১০ টায় তাকে ফেরত চেয়ে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় । এ বৈঠকে বিএসএফ জানিয়েছে আজান বারীকে পশ্চিমবঙ্গের কৃষ্ণগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে